প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ঋষিপাড়া গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে এবং শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে বাবাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় (মঙ্গলবার) ২৮ নভেম্বর জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামুল কবীর ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন। এ সময় ইউনিসেফ বাংলাদেশের খুলনা আঞ্চলিক অফিসের কর্মকর্তা সুফিয়া আক্তার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুন্দর আগামীর বাংলাদেশ বির্নিমাণে শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করতে হবে। তাদের সাথে বন্ধু সুলভ আচরণের মাধ্যমে প্রত্যেক অভিভাবকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাল্য বিবাহ প্রতিরোধে অভিভাবকদের এগিয়ে আসার ব্যাপারেও তিনি জোর তাগিদ দেন। জেলা তথ্য অফিসের মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিংড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বর মো. জাহিদুজ্জামান বাবু, ৪, ৫ ও ৬নং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রত্না রাণী সরকার, হযরত আবু বকর সিদ্দিক ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন মো. স্বজন হোসেন, সোহাগ হোসেন, শহিদ আহমেদসহ এলাকার দেড় শতাধিক অভিভাবক।