
স্পোর্টস ডেস্ক:
এবার বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে সিশেলস। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন দেওয়া কথাই যেন রাখল ওরা।
‘বাংলাদেশকে আমরা হারাবোই’ বলে প্রতিজ্ঞা করেছিলেন দলটির কোচ নেভিল বোথ।
সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশকে ১-০ হারিয়েছে সিশেলস। প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ১-০ গোলে। দুই ম্যাচের সিরিজটা তাই শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয়েছে।
ম্যাচের ৬০ মিনিটে একমাত্র গোলটা সিশেলস অবশ্য পেয়েছে পেনাল্টিতে। বাংলাদেশের বক্সের ওপর উড়ে আসা বল ক্লিয়ারের চেষ্টা করেন ডিফেন্ডার সাদ উদ্দিন।
কিন্তু সেটা করতে গিয়ে তার পা উঠে যায় সিশেলস ডিফেন্ডার ডেরিল লুইসের মাথার ওপরে। তাই বাজে রেফারির বাঁশি।
সেই পেনাল্টি কিক থেকেই জয়সূক একমাত্র গোলটি আদায় করে নেয় সিশেলস। বাংলাদেশ অবশ্য দু’একবার সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।