
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়ন সাতক্ষীরা জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্মল সরকারের বাসভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা কমিটির সভাপতি অজিত কুমার রাজবংশী।
সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল। বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য উপাধ্যক্ষ ময়নুল হাসান।
সভায় সকল ইউনিয়ন কমিটির সাথে মত বিনিময়, সাংগঠনিক পরিকল্পনা ও বর্ধিত সভা আহŸানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, ক্ষেত মজুর ইউনিয়ন নেতা আব্দুল করিম, অনাদি, প্রকাশ, বীর মুক্তিযোদ্ধা সাবান আলী, কালিপদ মন্ডল, প্রফুল্লা মন্ডল, হাফিজুর রহমান, স্বপন কুমার সরকার, রহিমা খাতুন, আশুরা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা ক্ষেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্মল সরকার।