
আলহুসাইন অমি:
মাধবকাটি ৭ নং ওয়ার্ড বলাডাঙ্গার মেম্বর সুমনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ উঠেছে। জনপ্রতিনিধি ও প্রভাবশালি হওয়ায় তার বিরুদ্ধে কথা বলার সাহস কারও নেই। প্রশাসনিক ও কতিপয় সরকারি লোকজনের সাথে ওঠাবসা হওয়ায় আইন এখন তার হাতের মুঠোয়। নিজের বাড়িতে মাদক সেবনের জন্য বানানো হয়েছে আলাদা একটি ঘর। সেখানেই সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত চলতে থাকে মাদকের আড্ডা। রাতভর চলমান মাদকের এ আড্ডায় অংশ নেয় সরকারি বেসরকারি একাধিক লোকজন।
এছাড়াও গ্রামের নিরীহ লোকদের জামায়াত শিবিরের মামলায় ফাঁসানোর কথা বলে তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে মেম্বর সুমনের বিরুদ্ধে। নাম না বলার শর্তে একজন জানান, সুমন মেম্বর একজন মাদকসেবী। পৈতৃক সূত্র্রে কিছূ সম্পত্তি পেলেও তার নিজের অর্জন বলে তেমন কিছু নেই। তার মূল কাজ হচ্ছে মাদক সেবন। মাদক সেবনের জন্য নিজের বাড়িতে আলাদা ঘর করে নিয়েছে সে। সেখানেই রাতভর সঙ্গীদের সাথে মাদকের নেশায় মশগুল থাকে মেম্বর সুমন। নিজে মাধ্যম হয়ে অন্যদেরকে মাদক পেতে সাহায্য করায় নিজের মাদকের খরচটুকু উঠে যায় তার। কিছু সরকারি লোকজনের সাথে ওঠাবসা হওয়ায় তার বিরুদ্ধে এলাকার কেউ কথা বলতে সাহস পায় না। এ ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্পক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।