নোয়াখালী সংবাদদাতা:
ঢাকার ধানমন্ডি-৩২-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘরে বঙ্গবন্ধুর প্রতকিৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের নবনিযুক্ত কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁইয়া।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে তিনি ঢাকার ধানমন্ডি-৩২-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘরে বঙ্গবন্ধুর প্রতকিৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, এসএফসি আর্মি মো. মোস্তফা কামাল, সিনিয়র ফাইনান্স কন্ট্রলার (পূর্ত) মিয়াজি মো সাইফুল্যা সোবহান, সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (ডিপি) আফরোজা সুলতানা সালেহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।