আব্দুর রশিদ: গত ১৯ মে রাজশাহীতে জেলা বিএনপির আহ্বায়ক কর্তৃক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি বঙ্গকন্যা শেখ হাসিনাকে কবরে পাঠানোর মতো হত্যার হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার দুপুরে সাতক্ষীরা জজকোর্ট চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ এ্যাড. এস এম হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজকোর্টের পিপিম এ্যাড. আব্দুল লতিফ, জিবি এ্যাড. সম্ভুনাথ সিংহ, এপিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, এ্যাড. শেখ আজহারুল ইসলাম, এ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলি, এ্যাড. সাইদুজ্জামান (জিকো), এ্যাড. সাহেদুজ্জামান সাহেদ প্রমুখ। এসময় সকল সহকারী কৌশলীসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীতে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকী দেন রাজশাহী বিএনপির আহবায়ক আবু সাইদ চান। বক্তারা হুমকী দাতা বিএনপি নেতাকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পূর্ববর্তী পোস্ট