সাতনদী অনলাইন ডেস্ক: ‘ফ্রিল্যান্সিং ইনোভেশন কনটেস্ট ২০২১’ নামে একটি ফ্রিলান্সিং প্রতিযোগিতার আয়োজন করেছে কোডার্স ট্রাস্ট বাংলাদেশ। সহযোগী প্রতিষ্ঠান হিসাবে থাকছে উইমেন’স স্কিল ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্স মার্কেটপ্লেস।
সম্ভাবনাময় এ খাতটিতে কীভাবে আরো ইনগেজমেন্ট বাড়ানো যায় পাশাপাশি ফ্রিল্যান্সারদের সফলতার বাধাসমুহ দূর করার উপর জোর দেওয়া হবে আয়োজনটিতে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কোনো একটি নির্দিষ্ট সমস্যা চিহ্নিত করে ও তার সমাধানে ব্যবসায়িক প্রস্তাবনা পেশ করতে হবে। এসব প্রস্তাবনা থেকে বেছে নেওয়া হবে এমন একটি পরিকল্পনা, যার বাস্তবায়ন হলে বাংলাদেশে ফ্রিল্যান্সিং ইন্ডাষ্ট্রি সফলতার মুখ দেখবে।
প্রতিযোগিতাটির বিষয়ে আরও বিস্তারিত জানতে ও অংশগ্রহণ করতে https://coderstrustbd.com/freelancinginnovation সাইটে ভিজিট করতে পারেন।