শেখ রিপজা হোসেন: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহাতে সাস্থ্য বিধি ও দূরত্ব না মেনে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে লকডাউন। মানা হচ্ছেনা তেমন কোন সামাজিক দূরত্ব। মঙ্গলবার (১৫ জুন) সকালে সাপ্তাহিক হাটে ঘুরে দেখা যায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হাট বাজার চালিয়ে যাচ্ছে সাস্থ্য বিধি ও দূরত্ব বজায় না রেখে। এদিকে ফিংড়ীতে অনেকেই করোনাই আক্রান্ত হয়েছে। কিন্তু কেউ আজ পর্যন্ত কোন বাড়ি লকডাউন হয়নি। সড়ক গুলোতে ইজিবাইক, ভ্যান, রিকশা, প্রাইভেটকারসহ বিভিন্নযানে দূরত্ব না মেনে লোকজন চলাচল করতে দেখা গেছে। একই সাথে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব না মেনে লোকজন চলাচল করছেন।
ব্যাংদহা বাজার কমিটির সাধারন সম্পাদক শেখ মোনায়েম হোসেনের কাছে জানতে চাইলে বলেন, আমরাতো বাজারের দোকানদার সহ সাধারন জনগনকে সাস্থ্য বিধি ও দুরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশ দিয়ে যাচ্ছি।
ভ্যান চালক ও ইজিবাইক চালকদের সাথে কথা বলে যানা যায়, দিন আনা দিন খাওয়া মানুষগুলো যদি বাড়িতে বসে থাকে তাদের পরিবারের মুখে খাবার দিবে কে? আবার সকাল হলেই কিস্তির টাকা নিতে এনজিও’র মাঠকর্মীরা বাড়িতে এসে টাকার জন্য বসে থাকছে। টাকা না দিতে পারলে টাকার পরিবর্তে অন্ন্য কিছু নিয়ে চলে যাচ্ছে। তাই এই মহামারি করোনার ভিতরে এনজিও গুলো যদি বন্ধ করে না দেওয়া হয় তাহলে সাধারন জনগন বিপাদে পরবে, বলে মনে করছেন ফিংড়ীর খেটে খাওয়া মানুষেরা। জেলা প্রশাসনের আশু ও হস্হক্ষেপ কামনা করেছেন ফিংড়ীর সর্বস্তরের সাধারন মানুষ।