
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, টাঙ্গাইলের (গোপালপুর-ভূঞাপুর) আসনের তিন বারের সাবেক সাংসদ এবং বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো-০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত থেকে শনিবার (২৫ এপ্রিল) বিকাল সোয়া চারটার দিকে ঢাকার নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খন্দকার আসাদুজ্জামান। (ইন্না—রাজিউন)। তার মৃত্যুতে এমপি রবি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ নেতাকে হারাল। তার এ অভাব কখনও পুরণ হওয়ার নয়। প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও সাবেক সংসদ খন্দকার আসাদুজ্জামান এর মৃত্যুতে দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।