নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, টাঙ্গাইলের (গোপালপুর-ভূঞাপুর) আসনের তিন বারের সাবেক সাংসদ এবং বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো-০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত থেকে শনিবার (২৫ এপ্রিল) বিকাল সোয়া চারটার দিকে ঢাকার নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খন্দকার আসাদুজ্জামান। (ইন্না---রাজিউন)। তার মৃত্যুতে এমপি রবি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ নেতাকে হারাল। তার এ অভাব কখনও পুরণ হওয়ার নয়। প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও সাবেক সংসদ খন্দকার আসাদুজ্জামান এর মৃত্যুতে দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।