
অনলাইন ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা নিয়ে কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ রোববার তিনি কুয়েতের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
জানা গেছে, কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহর দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। তিনি নতুন আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন আগামী ৬ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ গত ২৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ তার সৎ ভাই।
সূত্র-ডেইলি বাংলাদেশ