
সাতনদী অনলাইন ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এডিট করে ভিডিও গান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় বগুড়ার শাজাহানপুরে রবিউল ইসলাম (১৯) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত কিশোর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়ার গোলাম মোস্তফার ছেলে। সে বগুড়া শহরের রেইনবো কমিউনিটি হসপিটাল অ্যান্ড ডায়াগোনস্টিক নামে একটি ক্লিনিকের পিয়ন পদে চাকরি করে।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গ্রেপ্তারকৃত কিশোর রবিউল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম আহমেদ জানান, গ্রেপ্তারকৃত কিশোর রবিউল ইসলাম তার ফেসবুক আইডিতে ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবি এডিট করে মানহানিকর, আক্রমণাত্মক, মিথ্যা, অপমানজনক ভিডিও গান তৈরি করে পোস্ট দেয়। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউজ লিমন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বুধবার দুপুরে আসামি রবিউল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে তার ব্যবহৃত মোবাইল সেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ইসলাম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।