নিজস্ব প্রতিবেদক: শারীরিক প্রতিবন্ধী হোসেন আলী মোড়লকে হুইল চেয়ার দিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যলয়ে শারীরিক প্রতিবন্ধী হোসেন আলী মোড়লের হুইল চেয়ার প্রদান করা হয়। চেয়ার পেয়ে দারুন খুশি প্রতিবন্ধী হোসেন আলী মোড়ল। এসময় তার শারীরিক চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আশ^াস দেন জেলা প্রশাসক। হোসেন আলী মোড়ল (২২) তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামের মৃত আব্দুল গনি মোড়লের ছেলে। বর্তমানে সে দলুয়া ব্রীজের পাশে নদীর চরে মায়ের সাথে বসবাস করেন। হোসেন মোড়ল জানান, ১০/১২ বছর আগে বিদ্যুৎ এর তারে জড়িয়ে মারাত্মক ভাবে আহত হন। চিকিৎসায় সে সুস্থ হলেও শারীরিকভাবে চিরদিনের জন্য প্রতিবন্ধী হয়ে পড়েন। সে নিজে বসতে পারে না সারাক্ষন তাকে শুয়ে থাকতে হয়। পরিবারের উপার্জনক্ষম এক মাত্র ভাইও কয়েক বছর আগে মারা যান। বর্তমানে বৃদ্ধ মা ও ভাবীর সংসারে কোন ভাবে খেয়ে না খেয়ে বেঁচে আছে প্রতিবন্ধী হোসেন মোড়ল। হোসন মোড়লের মা মলুদা বেগম জানান খলিষখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর রহমান পরিষদের দায়িত্বে থাকা কালে হোসেন আলী মোড়লকে একটি প্রতিবন্ধী কার্ড ও পরিবারে ভিজিডি একটি কার্ড করে দিয়েছিলেন। ছেলের চিকিৎসার জন্য অর্থসহায়তাও করেন তিনি। সাবেক চেয়ারম্যানের সহায়তায় সরকারীভাবে প্রধানমন্ত্রীর ভুমিহীন ও গৃহহীন প্রকল্পের আওয়াতায় দলুয়া নদীর চরে জমিসহ একটি পাকা ঘর পেয়েছেন তার ছেলে হোসেন আলী মোড়ল। সে ঘরে থাকেন তারা। নিজের বলে কোন জমি নেই তাদের। খলিষখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর রহমান জানান, প্রতিবন্ধী হোসেন মোড়লের জন্য একটি হুইল চেয়ার দিতে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের অবহিত করা হয়। তিনি তাকে হুইল চেযার দেযার আশ^াস দেন। রোববার দুপুরে জেলা প্রশাসক নিজেই প্রতিবন্ধী হোসেন আলীকে হুইল চেয়ার উপহার দেন। জেলা প্রশাসক এসময় তার শারীরিক চিকিৎসার সহায়তার আশ^াস দেন। এসময় খলিষখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর রহমান, কলারোয়া আ.লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, প্রতিবন্ধী হোসেনর মা মলুদা বেগম উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী হোসন মোড়লকে হুইল চেয়ার দিলেন জেলা প্রশাসক হুমায়ুন কবির
পূর্ববর্তী পোস্ট