বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে:
আশাশুনির প্রতাপনগরে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পুলিশিং কমিটির আয়োজনে মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গীবাদ রোধে জন সচেতনতা সৃষ্টিমূলক সমাবেশে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল ও উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক এন এম বি রাশেদ সরোয়ার শেলী। অনুষ্ঠান পরিচালনা করেন, ইউনিয়ন পুলিশিং কমিটির সাবেক সভাপতি রিয়াছাদ আলি মামুন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, মাদ্রাসা ও স্কুলের সুপার ও শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ ও সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেন।