
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ইউপি চেয়ারম্যানরে পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯এপ্রিল) জুম্মা বাদ মাস্ক বিতরণ ও সচেনতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
করোনার দ্বিতীয় ঢেউ দেশব্যাপী ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে ইউনিয়নের ৬নং ওয়ার্ড কোলা গ্রামে জুম্মার নামাজ শেষে স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষকে সচেনতন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন মানুষকে সচেতনতা সৃষ্টির পাশাপাশি মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় প্রতাপনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল বারিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।