
কিশোর কুমার: সম্প্রতি যশোরের কেশবপুর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহরের চাল চুরির খবর প্রকাশ করায় দৈনিক প্রজন্ম একাত্তরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর ফারুক হোসেন জাকারিয়া মামলাটি করেছেন। তবে মামলার এজাহারে মিথ্যা তথ্য দেয়া হয়েছে বলে জানা গেছে। ষশোর জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আদেশ দিয়েছেন। এদিকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারনে মিথ্যা ও হয়রনি মুলক থেকে অবহ্যাতি দেওয়ার অনুরোধ জানিয়ে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরার জেলার পাটকেলঘাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ জহরুল হক সহ সভাপতি নাজমুল হক খান, সাধারন সম্পাদক আব্দুল মোমিন, সাংগনিক সম্পাদক মনিরুজ্জামান, যুগ্মসম্পাদক ইন্দ্রজিৎ সাধু, দপ্তর সম্পাদক গাজী রোকনুজামান, অর্থ সস্পাদক আব্দুল জলিল, নির্বাহী সদস্য নাজমুল হাসান মিঠু রায়হান হোসেন, মুজিবর রহমান, আব্দুল মতিন, মফিদুল ইসলাম, মাফাফুজুর রহমান মধু, রিপন হোসাইন, আবু হোসেন, কিশোর কুমার, আল মামুন প্রমুথ।