
কিশোর কুমার : পাটকেলঘাটায় ৫৫ বোতল ফেনসিডিল সহ মা ও ছেলে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত হল থানার বলফিল্ড এলাকার মৃত হযরত শেখের স্ত্রী হাজার বেগম (৪৫)ও তার পুত্র রাসেল শেখ (২৮)।পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম পাটকেলঘাটা বলফিল্ড এলকায় হাজরা বেগমের বাড়িতে অভিযান চালায়।এসময় বাড়ির ভিতরে মাটির নিচে পুঁতে রাখা টিনের কলসির ভিতর থেকে ৫৫বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মাদক ব্যাবসার সাথে জড়িত থাকার কারনে মা ও ছেলেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এসময় তাদের মাদক পরিবহনে ব্যাবহারিত ইজিবাইকটি জব্দ করা হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য কাজী ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলা দ্বায়ের করা হয়েছে মামলা নং- ৬।