
কিশোর কুমার : পুলিশের সঙ্গে কাজ করি মাদক,জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২৬অক্টোবর) পাটকেলঘাটা থানা চত্বরে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯পালন করা হয়েছে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য কাজী ওয়াহিদ মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) হুমায়ন কবির,বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়মীলীগের আইন বিষায়ক সম্পাদক এ্যাডভোকেট আব্দুর ছামাদ। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি ও প্রধান শিক্ষক আব্দুল হাই, সরুলিয়া আওয়মীলীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, খলিষখালী ইউপি সদস্য গনেশ বর্মন প্রমূথ। প্রধান অতিথি এ সময় মাদক জঙ্গি ও সন্ত্রাস দমনের জন্য কমিউনিটি পুলিশিং ফোরামের লোকজন ও জনগনের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটি বর্ণাঢ্য রালি ও আলোচনার মধ্যদিয় সমাপ্তি ঘটে। সময়ে সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ সহ পাটকেলঘাটা প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।