সাতনদী ডেস্ক: সামাজিক সংগঠন মানবিক পাটকেলঘাটার পক্ষ থেকে র্যালি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র- ছাত্রীদের মাঝে মাদক বিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১১টায় পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মাহমুদ হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের মাঝে মাদক বিরোধী লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান, সহকারি প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, মানবিক পাটকেলঘাটা সামাজিক সংগঠনের সভাপতি গৌতম কর্মকার,সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান সৌরভ, সহ সভাপতি বাসুদেব দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহিন বিশ্বাস, ডা. মীর মারুফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আরিয়ান ইসলাম মুরাদ, সহ সাংস্কৃতিক সম্পাদক মীর মাসুদ অন্যতম সদস্য ইমরান শেখ, নয়ন, অখীল মাহমুদ, আরিফুল ইসলাম, রায়হান, তানভির হোসেন, সাইফুল, আহাদ প্রমুখ।
পাটকেলঘাটায় মাদক বিরোধী কর্মসূচি ও লিফলেট বিতরণ
পূর্ববর্তী পোস্ট