নব কুমার দে (তালা থেকে) :
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় কাপাসডাঙ্গায় তুবা পাইপ এন্ড ফিটিংস ইন্ডডাষ্ট্রিজ, জন স্বাস্থ্য প্রকৌশলী এবং বিএডিসি অফিসের পন্য সরবরাহকারীপ্রতিষ্ঠানের বার্ষিক পরিবেশক প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে প্রথম অধিবেশন শুরু করে দুপুর ১ টায় শেষ হয়। তারপর দ্বিতীয় অধিবেশন দুপুর ২ টায় প্রীতিভোজের মাধ্যমে শুরু হয়ে বিকাল ৪ টায় উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আবুল খায়ের ও সভাপতিত্ব করেন তুবা পাইপ এন্ড ফিটিংস এর চেয়ারম্যান মীর জামাল হোসেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক ওলি আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুবা পাইপ এন্ড ফিটিংসের স্বত্বাধিকারী মীর শাহিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উপদেষ্টা ফাতিমা বিনতে জামাল, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর তাবাচ্ছুম তাসনিম (তুবা) তুবা পাইপ কোম্পানির হেড অফ সেলস মোহাম্মদ শামীম খন্দকার ও সিনিয়ার ফ্যাক্টরি ইনচার্জ আব্দুস সামাদ।
বাংলাদেশের ৩১টি জেলা থেকে ৬৫০ জন পরিবেশকের আগমনে তুবা পাইপ এন্ড ফিটিংস কোম্পানি মুখরিত হয়ে ওঠে। এ সময় কোম্পানির ডিলার বৃন্দ বলেন আপনাদের প্রোডাক্ট গুণগত মান ভালো পেয়ে বিক্রি করতে স্বাচ্ছন্দ বোধ করি এবং লাভবান হই।আপনারা আরো কয়েকটি প্রোডাক্ট তৈরি করে বাজারজাত করলে আমরা আরো লাভবান হব।
ধান অতিথি মীর শাহিন হোসেন বলেন, আপনারা আমার ডাকে সাড়া দিয়ে ৩১ টি জেলা থেকে পরিবেশক গন আমার এখানে উপস্থিত হয়েছেন এতে আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা আমার কোম্পানিকে শ্রী বৃদ্ধি করার জন্য এবং উন্নতি সাধনের জন্য যেমন সাহায্য করছেন এইরকম ভাবে আজীবন আপনাদের কাছে আশাবাদী। আমাদের প্রোডাক্ট যদি কোন ডিসপোর্ট থাকে তবে আমাদের ভুলটা ধরিয়ে দিবেন আমরা আরো ভালোভাবে তৈরি করার চেষ্টা করব।
বাংলাদেশের মধ্যে ৮ তম আমার এই কোম্পানির প্রোডাক্ট। আপনারা ইচ্ছা করলে আমার কোম্পানিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনারা যদি কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন তবে সরকার আমার থেকে ভ্যাট ট্যাক্স বেশি পাবে তাতে দেশকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সর্বোপরি আপনাদের কাছে কোম্পানির পক্ষ থেকে দোয়া চেয়ে এখানে শেষ করছি। তারপর কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সেরা পরিবেশকদের মধ্যে পুরষ্কার বিতরন করে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।