
এস এম মজনু পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে: পাটকেলঘাটা ৩নং সরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাইগুণি গ্রামের দুটি রাস্তা দেশ স্বাধীনের ৫৪ বৎসর পর ইটের সলিং ও রাস্তার মাটি দেওয়া উন্নয়নের ছোয়া লেগেছে। এই দুটি রাস্তা দিয়ে জন সাধারণ ও ছোটখাটো যানবাহন চলাচলের কষ্ঠের মধ্যদিয়ে। ৫নং ্ওয়ার্ডের বাইগুণি গ্রামবাসি ও স্থানিয় ও ইউপি সদস্যের কাছে এই দুটি রাস্তার ইট ও মাটি দেওয়ার জন্য সুপারিস করে। সুপারিসের উপার ভিত্তি করে ইউপি সদস্য শেখ জামসেদ আলি উপর মহলে বার বার যোগাযোগ করে বাইগুণি গ্রামের রোকেয়া বেগমের বাড়ি হতে ডাক্তার ফজর আলির বাড়ি পর্যন্ত দৈর্ঘ্য ৩৫০ ফিট ইটের সোলিং ও পাশে মাটি ভরাট। এদিরক সানোয়ারের মুরগির খামার থেকে রিয়াজদ্দির বাড়ি পর্যন্ত ৭ শতক ফুট রাস্তা মটি দিয়ে নতুন করে রাস্তার কাজ শেষ করে । এবিষয় বাইগুণি গ্রামের আব্দুস সাত্তার মোড়ল বলেন দেশ স্বাধীনের পর আজ পর্যন্ত কত মেম্বর গিয়েছে এবং এসেছে আমাদের এই রাস্তার উন্নয়ন কাউকে করতে দেখিনি। এই প্রথম দেখলাম এই রাস্তার উন্নয়ন। এবিষয় ইউপি সদস্য শেখ জামসেদ আলীর কাছে এই রাস্তার বিষয় জান্তে চাইলে বলেন, দীর্ঘদিন এই রাস্তা দুটি ছিল অবহেলিত । আমি ওয়ার্ড বাসিকে জানিয়েছিলাম বাজেট পেলে আমি করে দিব। দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার বাজেট পেয়েছি রাস্তা দুটি করে দিলাম।