কিশোর কুমার: পাটকেলঘাটা প্রেসক্লাবের তালা উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যানের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পাটকেলঘাটা প্রেসক্লাবে সভাটি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি জহুরুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল মোমিনের সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি নাজমুল হক খান, যুগ্ম সম্পাদক ইন্দ্রজিৎ সাধু, অর্থ সম্পাদক আব্দুল জলিল, সদস্য মফিদুল ইসলাম, প্রভাষক নাজমুল হক, আব্দুল মোতিন, হায়দার আলী, ফিরোজ কবির, মাগফুর রহমান ঝান্টু, আবু হোসেন, মনিরুজ্জামান, নাজমুল হাসান মিঠু, নব কুমার দে, রায়হান হোসেন,আল মামুন, ফারুক সাগর, কিশোর কুমার, শাহিন আলম, সবুজ, মজুন, আলমগীর, তালা প্রেসক্লাবের সাংগঠিক সম্পাদক সেলিম হায়দার, যুগ্ম সস্পাদক তপন চক্রবর্তী, সদস্য শাহিনুর রহমান প্রমুখ। মতবিনিময়কালে সরদার মশিয়ার রহমান বলেন, বিগত দিনে আমি বিপুল ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ভাইচ চেয়ারম্যান হয়েও হয়তবা ছোট্র জায়গায় থেকে মানুষের চাহিদা ঠিকমত পুরণ করতে পারিনি। আমি আধুনিক উপজেলা গড়ার স্বপ্ন নিয়ে এসেছি এজন্য সকলের সহযোগিতা কামনা করি। সাংবাদিকরা সমাজের সংষ্কারের জন্য কাজ করে থাকে। আমি আপনাদের মাধ্যমে আগামী উপজেলা চেয়ারম্যান পদে দোয়া ও সর্মথন কামনা করি।
পাটকেলঘাটা প্রেসক্লাবে সরদার মশিয়ারের মতবিনিময়
পূর্ববর্তী পোস্ট