পাইকগাছা প্রতিবেদক: “যুব অবক্ষয় রোধে ক্রীড়াঙ্গন” এই শ্লোগানকে ধারণ করে পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন দেলুটি ইউনিয়নের দারুণমল্লিক ডিএইচকে যুব সংঘ আয়োজিত ৩ দিন ব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে শহীদ বীরেন্দ্র স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও অনুষ্ঠান মালার উদ্বোধন করেন দেলুটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডল।
দারুনমল্লিক ডিএইচকে স্কুল মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় ২-০ সেটে সাতক্ষীরার মেহেদী হাসানকে পরাজিত করে খুলনার সাইদুর রহমান টিটু বিজয় লাভ করে।
বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে ফ্রীজ ও রানার্সআপ দলকে টেলিভিশন প্রদান করা হয়। ডিএইচকে যুব সংঘের সভাপতি শেখর রায়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুকুমার কবিরাজ, রামচন্দ্র টিকাদার, পলাশ কান্তি রায়, রিংকু রায়, বদিয়ার হোসেন, বিনতা সরকার, মেরী রানী সরদার, প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায়, সৌরভ রায়, সুকান্তি সরকার, তরুন কান্তি রায়, মধুমঙ্গল মন্ডল, রনধীর মন্ডল, শেখ মোহম্মদ আলী, অতনু মন্ডল, বিভূতি সরকার, নারায়ন রায়, রবীন্দ্রনাথ সরকার, নিতীশ সরদার, বিশ্বজিত মন্ডল হারু, জাহাঙ্গীর শেখ, দীবাংশু মন্ডল, স্মৃতিশ রায়, নিতীশ রায়, পল্লব গোলদার, কাকন রায়, জীবন সরকার, প্রসেনজিত মন্ডল মিঠু, সৌমেন মন্ডল, দিপংকর মল্লিক প্রমুখ।