পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় উপজেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন, অধ্যক্ষ মিহিরবরণ মন্ডল ও রবিউল ইসলাম। এসময়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, প.প কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, অবসরপ্রাপ্ত অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম, অবঃ প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, এড. শফিকুল ইসলাম কচি, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পাইকগাছায় মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট