পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় বিনা মূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগমুক্ত করণ কর্মসূচী’র উদ্বোধন করা হয়েছে। ধারাবাহিকতায় রবিবার সকালে পুরাইকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, এস এম কামরুল আবেদীন, খান হেলাল উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১০ দিনব্যাপী উপজেলার একটা পৌরসভা ও ১০ ইউনিয়নে ক্যাপিং, গ্রামের ডোর টু ডোর সেচ্ছাসেবী কৃত্রিম প্রজননকারী, এফইএএল, ভ্যাকসেনিটর, এলএসপি’র মাধ্যমে এই ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে।
পাইকগাছায় বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগমুক্ত করণ কর্মসূচী’র উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট