
পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় মৎস্য, মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মাছের ডিপোতে পুশ বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকালে উপজেলার মৌখালি ও লক্ষ্মীখোলায় বিভিন্ন মৎস্য ডিপোতে মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনে পুশ বিরোধী অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে ডিপো পরিচালনা ও চিংড়ীতে অপদ্রব্য পুশ করার অপরাধে মোবাইল কোর্টে ৩ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত আনুমানিক ১০কেজি চিংড়ি বিনষ্ট করা হয়েছে। মোবাইল কোর্টে ক্ষেত্রসহকারী রণধীর সরকার সহ থানা পুলিশ উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, চিংড়ি আমাদের রপ্তানি আয়ের অন্যতম একটা উৎস। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বিদেশে আমাদের সুনাম নষ্ট হচ্ছে। পাইকগাছাতে চিংড়ি উধপাদনের জন্য অন্যতম। কিছু অর্থ পাওয়ার জন্য চিংড়িতে অপদ্রব্য পুশ করে মারাত্মক অপরাধে জড়িত হচ্ছে। তাই আমাদের সুনাম ও এই সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।