পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ২শত ৫০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে উফশি ধান, বীজ ও রাসায়নিক সার এবং হাইব্রিড ধানবীজ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে ১টি পৌরসভা ও ১০ ইউনিয়নে পর্যায়ক্রমে এ হাইব্রিড ও উপশী বীজধান বিতরণ করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উদ্বোধনী দিনে পৌরসভা, গদাইপুর, রাড়–ুলী ও কপিলমুনি ইউনিয়নের উপকার ভোগীদের সার-বীজ বিতরণ অনুষ্ঠানে সুফলভোগী কৃষক সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃশাহজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, আবুল কালাম আজাদ, মোঃ এনামুল হক, ইয়াসিন আলী খান, এস এম মফিজুর রহমান, ডলন্টন রায়, শেখ তোফায়েল হোসেন তুহিন, মোঃ সিরাজউদ্দীন প্রমুখ।
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজধাণ বিতরণের উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট