সাতনদী অনলাইন ডেস্ক: সোশ্যাল মিডিয়ার বিতর্কিত ব্যক্তিত্ব অস্ট্রিয়া প্রবাসী সেফাত উল্লাহ সেফুদা। যেকোনো ঘটনাতেই ফেসবুকে হাজির হন তিনি। লাইভে এসে নানা বিতর্কিত মন্তব্য করেন সেফুদা।
অশ্লীল ভাষায় গালিগালাজ করার জন্য সমালোচিত সেফুদা এবার পরীমণি ইস্যুতে মুখ খুললেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) ফেসবুক লাইভে সেফুদা বলেন, ‘পরীমণি অনেক অসুস্থ। পরীমণি বুঝতে পারে নাই যে পুলিশ এসেছে। তাকে আগে অনেকেই থ্রেট করেছে। তাই সে মনে করেছে কোনো বাহিনী হয়তো এসেছে। সে তো থানায় টেলিফোন করেছে। থানার লোক বলতে পারতো, র্যাব গেছে। হারুন সাহেব বলেছেন, পুলিশ আসেনি, তুমি দরজা খুলো না। সি ওয়াজ মিসগাইডেড।’
তিনি এও মন্তব্য করেছেন, ‘পরীমণি অনেক ভালো অভিনেত্রী। তাকে যেন কোনো কষ্ট দেয়া না হয়।’
উল্লেখ্য, এর আগে আওয়ামী লীগ থেকে পদ খোয়ানো ব্যবসায়ী নেতা হেলেনা জাহাঙ্গীর গ্রেপ্তার হওয়ার পর তার মুক্তির জন্য ফেসবুক লাইভে সাফাই গেয়েছিলেন সেফুদা।