
জাতীয় ডেস্ক:
আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলা শহরসহ রাজারহাট উপজেলায় বাজার তদারকিতে নামে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ দল। এ সময় বাজার মনিটরিংয়ের পাশাপাশি এক দোকানিতে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযান সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলীর নেতৃত্বে কুড়িগ্রাম শহরের জিয়া বাজার, আদর্শ পৌর বাজার, খলিলগঞ্জ বাজার, রাজারহাট উপজেলা রাজারহাট বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুত পরিস্থিতি, বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। চিনির মূল্য তালিকা প্রদর্শন না করায় জিয়া বাজারের হযরত রাইস এজেন্সিকে ১০ হাজার টাকা জরিমানা করে তদারকি দল।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. সুমন রেজা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, সদর থানার ওসি খান মো. শাহরিয়ার, কৃষি বিপণন কর্মকর্তা শাহীন আহমেদসহ জেলা চেম্বার অব কমার্সের প্রতিনিধি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, আসন্ন রমজান উপলক্ষে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।