
নড়াইল সংবাদদাতা:
জাতীয় বীমা দিবস পালনে নড়াইলে নানা অণুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, গ্রাহকদের মধ্যে চেক বিতরণ ইত্যাদি।
জেলা প্রশাসন,পপুলার লাইফ ইন্সুরেন্সেএর আল-বারাকা ইসলামি ডিপিএসসহ বিভিন্ন বীমা কোম্পানী এ কর্মসূচির আয়োজন করে।
গতকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
বক্তব্য দেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান,পপুলার লাইফ ইন্সুরেন্সের আল-বারাকা ইসলামি ডিপিএস এর নড়াইল জেলা প্রধান আবিদুর রহমান,তাপসী রানী দাস,প্রমুখ। এ সময় নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।