
আজ ৩০ এপ্রিল’ ২০২০ মোছাম্মাত নাকিয়াহ্ খাতুন এর ১ম জন্ম বার্ষিকী । ২০১৯ সালের এই দিনে পিতা-মাতার কোল আলো করে এই ধরাধমে এসেছিল সে। সে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল হাসান ও গৃহীনি ফারিহা ইসলামের কন্যা।
নাকিয়াহ’র ১ম জন্মদিনে তার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছে তার দাদা, দাদি, নানা-নানি, চাচা-চাচী,ফুফু, মামা-মামী, খালা, আত্মীয়-স্বজন সহ পরিবারের অন্যান্য সদস্যরা।
নাকিয়াহ’র জন্য সবার কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন তার পিতা-মাতা।