নড়াইল সংবাদদাতা:
নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলা হিসেবে খ্যাত মতুয়া সম্মেলনে মানুষের ঢল নেমেেেছ। শুক্রবার (১৭ মার্চ) বিকালে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের মালিয়াট গ্রামে এ মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর সহযোগীতায় এ আয়োজন করেছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকান্ত রায়।
সরেজমিন গিয়ে দেখা যায়, দুর-দুরান্ত থেকে আসা প্রায় ৪০-৫০টি মতুয়া দল এ সম্মেলনে অংশগ্রহণ করেছে। ভক্তরা ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করতে ব্যস্ত। সম্মেলন স্থলের পাশের স্কুল মাঠ ও রাস্তার দু’পাশে দোকানীরা নানারকম পসরা সাজিয়ে বসে আছে। ভক্তদের সমাগমে মতুয়া সম্মেলন সনাতন ধর্মাবলম্বীদের এক বৃহৎ মেলায় পরিণত হয়েছে।
আয়োজক সুকান্ত রায় জানান, গত ছয় থেকে সাত বছর আগে এ মতুয়া সম্মেলন শুরু হয় তার বাড়ির অঙিনায়। তারপর থেকে এলাকাবাসীর সহযোগিতায় প্রতিবছরই এ আয়োজন চলে আসছে। মনের আশা পূরণে লক্ষ্যে প্রতিবছর দুর-দুরান্ত থেকে ভক্তরা আসেন। ভবিষ্যতেও এ আয়োজন অব্যহত থাকবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ মতুয়া সম্মেলনে নারী, শিশু, বৃদ্ধসহ প্রায় পনেরো হাজার মানুষের সমাগম ঘটেছে।