
নড়াইল সংবাদদাতা:
“ পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এইস্থানে এসে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,নড়াইল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমানসহ আরো অনেকে । এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।