নড়াইল সংবাদদাতা:
নড়াইলে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে সৃষ্ট অগ্নিকান্ডে একটি কৃষক পরিবার সর্বশান্ত হয়ে গেছে। ভয়াবহ এ আগুনের ঘটনা টি ঘটেছে কালিয়া উপজেলার হাঁড়িয়ারঘোপ গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাঁড়িয়ারঘোপ গ্রামের জমির বিশ্বাসের স্ত্রী বুধবার(১৫মার্চ) রাতে তাদের রান্নাঘরের গ্যাসের চুলায় পরিবারের জন্য রাতের খাবার তৈরি করছিলেন।
এসময় দূর্ঘটনাবসত গ্যাস সিলিন্ডার থেকে চুলায় গ্যাস সরবরাহ পাইপ লিক হয়ে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তে আগুনের শিখা তাদের রান্না ঘর বসত ঘর সহ গোটা বাড়ি ছড়িয়ে পড়ে। এসময় ঘরে অবস্থানরতরা দৌড়ে বাইরে গিয়ে প্রানে রক্ষা পেলেও আগুনে পরিবারটির সর্বস্ব ভস্মীভূত হয়ে যায়। আগুন দেখে স্থানীয়রা ছুটে এলেও আগুনের ভবাহতায় কেউ কাছে ভিড়তে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগইে সব কিছু শেষ হয়ে যায়। আগুনে পরিবারটির প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।