
সাতনদী ডেস্ক: ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে এমপি রবি বলেন, ‘ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ একজন বীর মুক্তিযোদ্ধা। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারাল। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ্যরে একজন পরীক্ষিত সৈনিক ও একজন দক্ষ নেতাকে হারাল। আর দেশ একজন বর্ষিয়ান রাজনীতিবিদকে হারাল। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়। তিনি জাতীয় পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি আমৃত্যু বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন।’ এদিকে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গণসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।