
সাতনদী অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের মিঠামইনে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার সময় খোকন সরকার (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (০২ ফেব্রুয়ারি) রাতে মিঠামইন উপজেলার গোপদীঘি বাজার থেকে তাকে আটক করা হয়। খোকন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঢেকিয়া গ্রামের সুরেন্দ্র সরকারের ছেলে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী জানান, নিজেকে পুলিশের দারোগা পরিচয় দিয়ে বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন খোকন। এসময় তাকে এক হাজার টাকা দেয়া হলেও তিনি আরও ৫০০ টাকা দাবি করেন। এতে ব্যবসায়ীদের সন্দেহ হলে তাকে আটক করে মিঠামইন থানা পুলিশকে খবর দেয়া হয়।
মিথ্যা পরিচয় ও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।