নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: “সমৃদ্ধ সমাজ বিনির্মাণে অবিরাম প্রত্যয়” এই স্লোগানকে সামনে রেখে স্বাবলম্বী প্রকল্প-১ এর উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নোঙর ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার নওয়াপাড়া আলিম মাদরাসা সংলগ্ন ঈদগাহ ময়দানে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিাত ছিলেন উপদেষ্টা সদস্য এনামুল হক বিশ্বাস, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মুহিবুল্যাহ, উদ্যোক্তা সদস্য নাজমুল হোসাইন, হাফেজ মহিউদ্দীন, হাবিবুর রহমান রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আর্থসামাজিক অবস্থাার কথা চিন্তা করে প্রান্তিক এলাকার অসহায়, দারিদ্র ও সম্বলহীনদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং এ ধরণের বেকারদের বেকারত্ব দূরীকরণে বাস্তবমূখী কাজ করেছে এ ফাউন্ডেশন। ঐক্যবদ্ধ ভাবে সমাজ সংস্কারের কাজ করলে সমাজের সকল নাগরিক সুখে শান্তিতে থাকবে।
এসময় স্বাবলম্বী প্রকল্প-১ এর আওতায় ২ জনকে ব্যাটারী চালিত, ৪ জনকে সেলাই মেশিন, ৪ জনকে ব্যবসায় সহায়তা ও ১০ জনকে ছাগল বিতরণ করা হয়।
দেবহাটায় স্বাবলম্বী প্রকল্পের উপকরণ সামগ্রী বিতরণ
পূর্ববর্তী পোস্ট