
দেবহাটা ব্যুরো: দেবহাটায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসুচী পরিদর্শন করেছেন সাতক্ষীরা ৩ আসনের সাংসদ সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুক হক এমপি। বৃহষ্পতিবার বেলা ১১টায় কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা সদরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত শোক দিবসের কর্মসুচীতে অংশগ্রহন ও পরিদর্শন করেন তিনি। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি,আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়ার আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।