
দেবহাটা ব্যুরো: দেবহাটার নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০১ বোতল ফেন্সিডিল ও প্রায় ১ কেজি গাঁজা সহ আবু রায়হান গাজী (১৮) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যকশন ব্যাটেলিয়ান (র্যাব)। অভিযানকালে দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড ও কিছু নগদ টাকাও উদ্দার করে র্যাব। আটককৃত আবু রায়হান গাজী দেবহাটা উপজেলার নওয়াপাড়া খানজিয়া গ্রামের আলাউদ্দীন গাজীর ছেলে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর এএসপি মো. শাহিনুর রহমানের নেতৃত্বে র্যাব সদস্যরা নওয়াপাড়া গ্রামের ইসমাইল গাজীর বাড়ীর পাশ্ববর্তী পাকা রাস্তার ওপর থেকে আবু রায়হানকে আটক করে। তবে অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় আবু রায়হানের সহযোগী নওয়াপাড়া গ্রামের ছালেমুল গাজীর ছেলে মোনায়েম বিল্লাহ ওরফে বাবু (২০)। এঘটনায় আটককৃত আবু রায়হান ও পলাতক মোনায়েম বিল্লাহ বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দেবহাটা থানায় মামলা দায়ের (মামলা নং-০৭) করেছে র্যাব।