
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় এলিট পেইন্ট বিক্রয় প্রতিনিধি ও রং মিস্ত্রী দের অংশ গ্রহনে লটারিতে বাজিমাত খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে পারুলিয়া বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিাত ছিলেন এলিট পেইন্টের খুলনা বিভাগীয় প্রধান আব্দুল মান্নান, এরিয়া ম্যানেজার হাসানুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি মিয়ারাজ হোসেন, আল আমিন ট্রেডাসের পরিচালক জাহিদুল ইসলাম, সেলিম হোসেন প্রমুখ।
পরে বিক্রয় প্রতিষ্ঠান ও রং মিস্ত্রীদের মধ্যে লটারিতে বাজীমাত খেলা অনুষ্ঠিত হয়। এসময় রং মিস্ত্রী আনারুল ইসলাম লটারিতে জয়ী হয়ে একটি এসি পুরস্কার অর্জন করে।