নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় নবনির্মিত চারতলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। ২৮/০৬/২০২০ রবিবার সকাল ১১ টায় দোয়া অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচানার মধ্য দিয়ে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, দপ্তর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ গাজী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত, সদর ইউনিয়ন দপ্তর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী প্রমুখ।
তথ্য মতে, ১ কোটি ৭৪ লক্ষ টাকা চুক্তিমুল্যে ২০১৮ সালের জানুয়ারীতে ঢাকার মতিঝিলের দ্যা ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকট লিমিটেডের পক্ষে ভবনটির নির্মানকাজ শুরু করে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ঠিকাদার রফিকুল ইসলাম। নির্মান শেষে চলতি বছরের ফেব্রুয়ারীর শুরুতে ভবনটি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান। পরবর্তীতে সম্প্রতি ওই ঠিকাদারী প্রতিষ্ঠানটি চুক্তি মোতাবেক যাবতীয় আসবাবপত্র হস্তান্তর করলে পূর্নতা পায় নবনির্মিত কমপ্লেক্স ভবনটি। অবশেষে রোববার চার তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।