ইয়াছিন আলী, দেবহাটা:
দেবহাটায় বাংলাদেশীস্থ ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার রাজেশ রায়না গাজীরহাট প্রনব মঠ আশ্রম পরিদর্শন করেছেন। শনিবার বিকাল ৪ টার দিকে বাংলাদেশীস্থ ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার রাজেশ রায়না স্বস্ত্রীক নন্দিতা রায়নাসহ গাজীরহাট প্রনব মঠ আশ্রমে আসেন। তিনি গাজীরহাট প্রনব মঠ আশ্রমটি ভারতীয় দূতাবাসের অর্থায়নে ৫ তলা বিশিষ্ট ভবন নির্মান কাজ পরিদর্শন করেন।
এসময় তিনি এসময় তার সাথে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, ভারতীয় দূতাবাসের কর্মকর্তা মনোজ কুমার পান্তা, অসিম কুমার সাত্রা, প্রনব মঠের সভাপতি মহেন্দ্র সরকার, সাধারন সম্পাদক শ্রীরঞ্জন স্বর্নকার, আশমের শ্যামল মহারাজ, দেবহাটা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাভ চন্দ্র ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার রাজেশ রায়না গাজীরহাট প্রনব মঠের উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং মঠের কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।