
দেবহাটা প্রতিনিধি:
করোনা পরিস্থিতি মোকাবেলায় খাদ্য সংকটে থাকা অসহায় ২৭টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে দেবহাটা থানা পুলিশ।
মঙ্গলবার বিকাল ৫টায় দেবহাটা থানা চত্বরে পরিবার প্রতি ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ কেজি করে তেল বিতরণ করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা।
এসময় দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে ওসি বিপ্লব কুমার সাহা বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় অসহায় মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের সকল সামর্থবান ব্যক্তিকে এগিয়ে আসতে হবে।