
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা:
দেবহাটার মাঘরী মোড়ল পাড়া জামে মসজিদ সংলগ্ন (মাঘরী রিয়াজুল জান্নাত) কবরস্থান উন্নয়নের ১ লাখ টাকা চেক প্রদান করেছেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল-ফেদাউস আলফা।
মঙ্গলবার এ চেক কবরস্থান পরিচালনা কমিটির হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মাঘরী রিয়াজুল জান্নাত কবরস্থানের উপদেষ্টা ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সহ-সভাপতি ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শিক্ষক সাইফুল্লাহ আল তারিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ প্রমুখ। উল্লেখ্য যে, কবরস্থানের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমানের অনুরোধক্রমে জেলা পরিষদের একটি প্রকল্পের মাধ্যমে এ চেক প্রদান করা হয়।