
ওমর ফারুক মুকুল: দেবহাটা থানা পুলিশের অভিযানে জিআর ওয়ারেন্টভূক্ত ১ জন ও সিআর ওয়ারেন্টভূক্ত ২ জন আসামী আটক হয়েছে। আটককৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০৯/০৬/২০২১ তারিখ এসআই(নিঃ)/ নয়ন চৌধুরী সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানার নাংলা এলাকা থেকে জিআর ১৩১/২০(দেবঃ) এর আসামী ১। লিটন হোসেন (২৫), পিতা- বিলায়েত আলী গাজী সাং- নাংলা, থানা- দেবহাটা জেলা-সাতক্ষীরা এবং এএসআই(নিঃ)/ সুজিত বিশ্বাস সিআর ১১/২১(দেবঃ) এর আসামি ২। লাল্টু, পিতা- সামছুর রহমান, ৩। রাশিদা খাতুন, স্বামী- লিয়াকত গাজী, উভয় সাং- বহেরা, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন। আটককৃত আসামীদেরকে বৃহষ্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।