
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় গত ২৪ ঘন্টায় শিশু ও নারী মিলিয়ে একই পরিবারের ৪ জন সহ মোট ৫ জন করোনায়া আক্রান্ত হয়েছেন।
পারুলিয়া ইউনিয়নে আকলিমা (৬০) নামের এক বৃদ্ধা মহিলা এবং কুলিয়া ইউনিয়নের স্বাস্থ্যকর্মী আব্দুল মালেকের স্ত্রী ফরিদা বেগম (৫৫) দুই পুত্রবধূ মীনা পারভীন (৩২) ও শামিমা সুলতানা (২১) এবং নাফিজা শামীম নামের ৬ বছরের এক শিশুকন্যা আক্রান্ত হয়েছে।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার বলেন, আক্রান্ত প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে। মহামারী করোনা সংক্রমন এড়াতে সকলকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন তিনি।
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও বিপ্লব মন্ডল জানান, সর্বশেষ গত ২৪ ঘন্টায় উপজেলাতে একই পরিবারের চারজন সহ মোট ৫ জন করোনাক্রান্ত হয়েছেন। করোনার দ্বিতীয় ওয়েভে এপর্যন্ত আক্রান্ত ৩৪ জন বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সব মিলিয়ে এপর্যন্ত উপজেলাতে মোট ১৩৪জন করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।