
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় এক ইজিবাইক চালককে শ্বাসরোধ করে হত্যার দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহত মনিরুলের ভাই উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত ইসমাঈল গাজীর ছেলে আমিনুর রহমান (২২)। নিহত মনিরুল ছিলেন আমিনুরের বড় ভাই। দেবহাটা থানায় ২৬-০৬-২০২০ ইং তারিখে ৩০২/৩৯৪/৩৪ পেনাল কোড ১৮৬০ ধারায় রুজু হওয়া উক্ত মামলা নং ০৯।
এদিকে ঘাতকরা মনিরুলকে হত্যা করে যেখানে ফেলে রেখে গিয়েছিল শুক্রবার রাত ১০টার দিকে উক্ত ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।এ সময় দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী ও দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার এ সময় দ্রুত ঘাতকদের খুঁজে বের করে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করতে পুলিশকে নির্দেশনা দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র জানান, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। সর্বাধিক গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে কিছু বিষয় জানা গিয়েছে তবে মামলার তদন্তের স্বার্থে বলা যাবেনা উল্লেখ করে উজ্জ্বল কুমার মৈত্র জানান, খুব দ্রুত হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।