
দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের অভিযানে ২২টি বেহুন্দি জাল বিনষ্ট করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবহাটার সীমান্ত নদী ইছামতিতে অবৈধভাবে জাল দিয়ে মাছ ধরার অপরাধে এই বেহুন্দি জাল গুলো পুড়িয়ে বিনষ্ট করেন। মৎস্য সম্পদ রক্ষার্থে গত কয়েকদিন আগে থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা ব্যাপী প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অবৈধভাবে জাল দিয়ে মাছ না ধরতে সকলকে সতর্ক করা হয়। তারই আলোকে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মৎস্য সম্পদ রক্ষার্থে “বিশেষ কম্বিং অপারেশন ২০২১” পরিচালনা করেন। এসময় ইউএনও ২২ টি বেহুন্দি জাল আটক করেন এবং সেগুলো পুড়িয়ে বিনষ্ট করেন। অভিযান পরিচালনাকালে দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, দেবহাটা থানার এএসআই রশিদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের সহকারী আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, সরকারের নির্দেশনার আলোকে মৎস্য সম্পদ রক্ষার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও তাছলিমা আক্তার জানান।