
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটার নোড়ার চারকুনি ভূমিহীন জনপদে বসবাসকারী ভূমিহীনদের তালিকা প্রস্তুত করণে ভূমিহীন সংগ্রাম কমিটিকে বাদ দিয়ে কতিপয় অসৎ ব্যক্তিদের নিয়ে তালিকা প্রস্তুতে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দেবহাটা উপজেলার নোড়ার চারকুনি ভূমিহীন সংগ্রাম কমিটির সদস্যবৃন্দ এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে নজরুল ইসলাম বলেন, নোড়ারচারকুনি ভূমিহীন জনপদের দুটি খন্ডে ৬১৮টি ভূমিহীন পরিবার শান্তিপূর্ণ বসবাস করে আসছি।
সম্প্রতি বাংলাদেশ সরকারের একটি নির্দেশে প্রকৃত ভূমিহীনদের তালিকা প্রস্তুত করে এবং মাপ জরিপ করে প্রেরণের নিদের্শনা দিয়েছেন। সেখানে তালিকা প্রস্তুত এবং মাপ জরিপের জন্য স্থানীয় ভূমিহীন নেতৃবৃন্দকে না নিয়ে অত্র এলাকার পরসম্পদ লোভী, অসৎ প্রকৃতির মৃত. মোহর আলীর পুত্র ইয়াদ আলী, ময়নুদ্দিন সানার পুত্র আমজাদ হোসেন ও মৃত. তালেব মোড়লের পুত্র ইয়াদ আলীসহ কতিপয় ব্যক্তি একটি তালিকা তৈরি করেছে। আমরা ভূমিহীন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ জানতে পেরেছি উক্ত তালিকা সঠিক হয়নি। সেখানে প্রকৃতভূমিহীনদের বাদ দেওয়া হয়েছে। অর্থের বিনিময়ে বহিরাগতদের নাম সেখানে অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া ওই অসাধু ব্যক্তিরা অবৈধভাবে অর্থ আদায়ের উদ্দেশ্যে সেখানে দীর্ঘদিন বসবাসকারী ভূমিহীনদের নাম অন্তভূক্তির জন্য টাকা আদায় করেছেন। যারা টাকা দিতে পারিনি তাদের নামে লালকালি দেওয়া হবে বলে হুমকি দিয়েছে। এঘটনায় ভীতুহয়ে ভুমিহীন পরিবারগুলো ইতোমধ্যে অনেক টাকাও তাদের দিয়েছেন। তারা মাপের পূর্বে বিঘাপ্রতি ১ হাজার টাকা হাতিয়ে নেয়েছে। মাপের পরে বিঘাপ্রতি ৩শ টাকা হাতিয়েছে তারা।
এমনকি সেখানে বসবাসকারী ৬১৮টি পরিবারের অনেকের নামও ওই তালিকা থেকে বাদ দিয়েছে ওই অসাধু চক্রটি। অথচ অনেক বহিরাগত প্রকৃত ভূমিহীন নয় এমন ব্যক্তিদের নাম অর্ন্তভূক্তি করা হয়েছে।
সেখানে সম্পত্তি ২টি খন্ডে বিভক্ত। একটি খন্ডে রয়েছে ১২শ বিঘা আর অন্যটিতে ৬শ বিঘা। ১২শ বিঘা সম্পত্তিতে বসবাস করে ৫০৩ পরিবার। আর ৬শ বিঘা সম্পত্তিতে ১১৫ পরিবার। ১২ বিঘা সম্পত্তিতে বসবাসকারীদের যেনতেন ভাবে মাপ জরিপ এবং তালিকা হলেও ৬শ বিঘার খন্ডে কোন কোন মাপ জরিপ না করে নীল নকশা তৈরি করে ওই পরিবারগুলোর কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে ওই অসাধু চক্রটি। এতে করে জননেত্রী শেখ হাসিনার মহৎ উদ্যোগ ভূমিহীনদের পূর্নবাসন কার্যক্রম ব্যহত হচ্ছে মনে আমরা করি এবং প্রকৃতভূমিহীনরা তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়ন চাই। আমরা ১ সোনা বন্দোবস্ত চাই না, আমরা চিরস্থায়ী বন্দোবস্ত চাই। আমরা মনে করছি অবিলম্বে ওই তালিকা বাদ দিয়ে নতুন তালিকা তৈরি না হলে আবারো নোড়ার চারকুনি ভূমিহীন জনপদ উত্তপ্ত হতে পারে। আবারো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। দীর্ঘদিনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয়ে অশান্তির উত্তপ্ত বাতাস বইতে পারে। ওই তালিকা বাদ দিয়ে ভূমিহীন সংগ্রাম কমিটিকে সাথে নিয়ে নতুন করে যাচাই-বাছাই পূর্বক সঠিক ও প্রকৃত ভূমিহীনদের তালিকা এবং মাপ জরিপ করতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল গফফার, মালেক গাজীসহ ভূমিহীনরা।