
স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা উপজেলার ঘলঘলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ৪ জন অভিভাবক সদস্য নির্বাচন জাঁকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ ডিসেম্বর স্কুলের অভিভাবকদের স্বতঃফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠুভাবে এই নির্বাচন সম্পন্ন হয়। জানা যায়, উপজেলার ঘলঘলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য নির্বাচনী তফশীল অনুযায়ী ২৭ ডিসেম্বর ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়। উক্ত নির্বাচনে ২জন মহিলা অভিভাবক ও ২জন পুরুষ অভিভাবক পদে ৬ জন অংশগ্রহণ করে। ভোটগ্রহন সকাল ৯টা থেকে শুরু হয়ে একটানা দুপুর ২টা পর্যন্ত চলে। মোট ৪৭০ জন ভোটারের মধ্যে ২৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের মধ্যে আনারুল ইসলাম ফুটবল প্রতিকে ২৭৪ ভোট ও আশরাফুজ্জামান ঘড়ি প্রতিকে ২৭০ ভোট এবং রহিমা খাতুন গোলাপ ফুল প্রতিকে ২৭২ ভোট ও মারুফা খাতুন বই প্রতিকে ২৭৩ ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করেন। নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুনীর আহম্মেদ। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষার সার্বিক দায়িত্ব পালন করেন দেবহাটা থানার এসআই নুর মোহাম্মদ। স্কুলটির প্রধান শিক্ষক রেজাউল ইসলাম সুষ্টুভাবে ভোট সম্পন্ন হওয়ায় সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।